• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদগঞ্জে লড়ি-সিএনজি সংঘর্ষে নিহত দুই, আহত ১

  ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর

০১ ডিসেম্বর ২০২০, ১১:১৮
দুর্ঘটনা
খালে পড়ে আছে দুর্ঘটনা কবলিত লড়ি ও সিএনজিটি। (ছবি : দৈনিক অধি কার)

ফরিদগঞ্জ রায়পুরের আঞ্চলিক মহাসড়কে তেলবাহী লড়ির চাকা ফেটে অপর দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক জাহাঙ্গীর (৪০), রুমা বেগম (৩০) ও মামুন (৩৫) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে রায়পুর থেকে মেঘনা অয়েলের একটি তেল বাহি লড়ি ফরিদগঞ্জের দিকে আসর সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে বিকট শব্দে তেল বাহি লড়িটির চাকা ফেটে যায় এবং বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে উভয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়।

এসময় স্থানীয়রা দ্রুত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা জাহাঙ্গীর ও রুমা বেগম কে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতর অবস্থায় মামুনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন : দুদকের মামলায় বিআরটিএ’র সহকারী পরিচালক কারাগারে

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান-চলাচল স্বাভাবিক করেন। সিএনজি টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন ২ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড