• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে গুজব, গ্রেপ্তার ১

  কোম্পানীগঞ্জ প্রতিনিধি, নোয়াখালী

৩০ নভেম্বর ২০২০, ১৬:০১
নোয়াখালী
ছবি : প্রতীকী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একাধিক নকল ফেসবুক আইডি থেকে, বামনী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগে শাহদাত হোসেন সোহাগ (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের পর রবিবার রাত ১০ টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের নুর হোসেন ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত, শাহদাত হোসেন সোহাগ উপজেলার বসুরহাট পৌরসভার শহীদ উল্যাহ মাস্টারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ক্ষুদ্ধ হয়ে অভিযুক্ত সোহাগ ফেসবুকে দীর্ঘদিন থেকে তার আপন চাচাতো বোনের স্বামী প্রভাষক আব্দুল আউয়াল এবং তার পরিবার সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে হয়রানি করে আসছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা নেওয়া হয়েছে। মামলার আলোকে আসামি সোহাগকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড