• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কে.বি.এম আছমত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

২৭ নভেম্বর ২০২০, ১৮:১২
মৃত্যু
কে.বি.এম আছমত আলী (ছবি : সংগৃহীত)

সাবেক ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য কে.বি.এম আছমত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ নভেম্বর)। ২০০৯ সালের এই দিনে ময়মনসিংহের ভালুকায় ৭৩ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খারুয়ালী গ্রামে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন কে.বি.এম আছমত আলী। দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীকালে জীবনের শেষ সময়ে সক্রিয় রাজনীতি থেকে একরকম বিদায়ই নিয়েছিলেন সাবেক এ রাজনীতিবিদ।

১৯৭১ সালে কে.বি.এম আছমত আলী ভালুকা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৮ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নির্বাচনে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মরহুম কে.বি.এম আছমত আলী ভালুকা সরকারি ডিগ্রী কলেজের জমি ক্রয়ের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর মাধ্যমে জমিদাতা কলেজে বিনামূল্যে ও অল্পমূল্যে জমি দান করে। এছাড়া ভালুকা সরকারি হাসপাতালের সম্পত্তি তাঁর মাধ্যমেই জমি ক্রয় করা হয়। এছাড়াও ভালুকা সোনালী ব্যাংক প্রতিষ্ঠার জন্য তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহম্মেদকে অনুরোধ করেন এবং ব্যাংক প্রতিষ্ঠা ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

সাবেক সভাপতি কে.বি.এম আছমত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । উক্ত মিলাদ মাহফিল আয়োজন করেছেন মরহুমের পরিবার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড