• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে গরু ধান খাওয়ায় মারামারি, আহত ৪

  বরিশাল প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২০, ১৮:৪৪
হামলা
ছবি : প্রতীকী

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বামনের চরে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। বুধবার এ হামলার ঘটনা ঘটে।

আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন- নুরুজ্জামান দেওয়ান, নেছার দেওয়ান, আবু মনসুর ও শাহিন হাওলাদার।

হামলায় আহত নুরুজ্জামান জানান, তাদের জমির পাকা ধান খাচ্ছিল একই এলাকার সেরাজ হাওলাদারের গরু। তিনি গরু তাড়িয়ে দিলে ক্ষুব্ধ হয়ে সেরাজ হাওলাদার সহযোগীদের নিয়ে দেশীয় ধারাল অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলায় চালান। এতে তারা ৪ জন মারাত্মক রক্তাক্ত ও জখম হন। প্রথমে মেহেন্দিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাদেরকে বুধবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়।

মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, হামলা ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড