• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ত্রসহ ধরা খেল ‘রয়েল গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড

  নোয়াখালী প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২০, ১৬:১৬
আটক
অস্ত্রসহ ধরা খেল ‘রয়েল গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ‘রয়েল গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৪ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন আসামিকে আটক করা হয়। অভিযানে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. ইমন হোসেন ইসলামকে (২০) অস্ত্রসহ আটক করা হয়। সে বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাবুল হোসেন ওরফে নুর মিয়ার ছেলে।

পরে তার দেওয়া তথ্য মতে, গভীর রাতে বেগমগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজাহিদপুর এলাকার একটি মাছের প্রজেক্ট অভিযান চালানো হয়। এই অভিযানে একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ দিকে, পৃথক অপর এক অভিযানে এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন জাবেদকে (২৪) আটক করা হয়। সে উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এছাড়া অন্য আরেকটি অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান রুবেলকে আটক করা হয়। সে উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : বড় ভাইয়ের হাতে জীবন প্রদীপ নিভল ছোট ভাইয়ের

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকাদার দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড