• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

  কোম্পানীগঞ্জ প্রতিনিধি, নোয়াখালী

১৪ নভেম্বর ২০২০, ১৩:৫৯
আলোচনা সভা
নোয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের উদ্যোগে এসএসএসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও মরহুম আবু ছায়েদ চেয়ারম্যানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চরহাজারী আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এ এস এম রফিক খাঁন, চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল হুদা, হাজারীহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গির কবির, নুরুল করিম জুয়েল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আজিজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : দুর্ঘটনায় মায়ের প্রাণহানি, মৃত্যুর সঙ্গে লড়ছে ২ শিশু সন্তান

উল্লেখ্য, ফাউন্ডেশনটি প্রতি বছরের ন্যায় এবারও চরহাজারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসএসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকে ভর্তি, শিক্ষা-সামগ্রী ক্রয় এবং মাসিক ২০০ টাকা হারে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড