• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তার এক 

  কালিয়াকৈর প্রতিনিধি

১২ নভেম্বর ২০২০, ১৯:৪৯
করোনা
ছবি : প্রতীকী

গাজীপুরের কালিয়াকৈরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত এছহাক ওরফে কালাম (৫০) পঞ্চগড়ের দেবীধস থানার হাতিডোবা এলাকার মৃত শুকুর মিয়ার ছেলে ।

শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কালাম কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শহীদুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া থেকে কাঁচামাল ও মুদিদোকান করে আসছিলেন। গত ২৯ জুলাই বেলা ২টার দিকে ওই শিশু ওই ব্যক্তির দোকানে কাঁচামাল কিনতে যায়। পরে তার দোকান বন্ধ দেখতে পেয়ে সে দোকানদারকে ডাকতে তার ভাড়াটে বাসায় ঢুকে। এসময় একা পেয়ে সুযোগ বুঝে কালাম তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কৌশলে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়। ঘটনাটি জানা-জানি হলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলামিন ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ সময় ওই নেতাসহ কয়েকজন অভিযুক্ত কালামকে মারধর ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

ধামাচাপার বিষয়টি জানাজানি হলে গত বুধবার রাতে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপুরে গ্রেপ্তারকৃত কালামকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলামিন জানান, ওই শিশুর ভাই ও কালামের সঙ্গে ঝগড়ার বিষয়টি মিমাংসা করেছি। ধর্ষণের বিষয়টি জানায় অভিযুক্ত কালামকে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কালামকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওডি/

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড