• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু

  রাঙ্গামাটি প্রতিনিধি

১১ নভেম্বর ২০২০, ১৬:০২
নিহতের লাশ (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে বন সংরক্ষক,রাঙামাটি সার্কেল সুবেদার ইসলামের ছেলে অংকন (১৫) ও বন বিভাগের অফিস সহকারী লিয়াকত আলীর ছেলে আদনান (১৫) বুধবার সকালে কাপ্তাই হ্রদের কেরানির পাহাড় এলাকায় সাঁতার শিখতে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ পর তাদের লাশ উদ্ধার করে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)ডাক্তার শওকত আকবর জানান,কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অংকন ও আদনান নামে ২ কিশোরের হাসপাতালে আনলে দীর্ঘক্ষণ নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণের পরে মৃত ঘোষণা করা হয়েছে। ধারনা করা হচ্ছে হ্রদেই তাদের মৃত হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, খবর পেয়ে কাপ্তাই হ্রদ থেকে দীর্ঘক্ষণ অভিযানের চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাদের রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

রাঙামাটি বন সার্কেল সিএফএর ছেলে অংকন ও বন বিভাগের অফিস সহকারী লিয়াকতের ছেলে আদনানের পরিবারে শোকের ছায়া বইছে। সাথে সাথে বন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী ও পরিবারবর্গের সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড