• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে মাস্ক পরিধান না করায় ১১ জনের জরিমানা

  নড়াইল প্রতিনিধি

১০ নভেম্বর ২০২০, ২১:২৮
ভ্রাম্যমান
ছবি : প্রতীকী

করোনাকালে মুখে মাস্ক পরিধান না করে রাস্তাঘাটে বের হয়ে সরকারি আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী যৌথভাবে লক্ষীপাশা ও লোহাগড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, এসময় আদালত মুখে মাস্ক পরিধান না করবার অভিযোগে ১১ জনের নামে মামলা দায়ের করেন এবং প্রত্যেককে একশ থেকে পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা করেন। মোট ৩হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেন আদালত। এছাড়াও আদালত রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালনাসহ মোটরসাইকেলে তিনজন চলাচল করে সরকারি আইন অমান্য করায়ও শাস্তি প্রদান করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন বলেন, নো মাস্ক-নো সার্ভিস। করোনাকালে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। তিনি আরও জানান, প্রায় প্রতিদিনই এ অভিযান চলবে। জরিমানার পরিমাণও বাড়তে পারে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড