• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা

  ভোলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২০, ১৭:১০
ভোলা
আটককৃত জেলেরা (ছবি : সংগৃহীত)

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে ৩৮৫ জনকে কারাদণ্ড ও ২২১ জনকে জরিমানা করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৫০টি অভিযান চালিয়ে এ জেল ও জরিমানা করা হয়।

আটককৃতদের মধ্যে ভোলা সদরে ১৫১ জনের জেল ও ৬৩ জনের জরিমানা, দৌলতখান উপজেলায় ২০ জনের জেল ও ১৪ জনের জরিমানা, বোরহানউদ্দিনে ৪৩ জনের জেল ও ৩২ জনের জরিমানা, লালমোজন উপজেলায় ১৫ জনের কারাদণ্ড ও ২৩ জনের জরিমানা, চরফ্যাশন উপজেলায় ১১০ জনের কারাদণ্ড ও ৫০ জনের জরিমানা, মনপুরায় ১৩ জনের জেল এ ৬ জনের জরিমানা এবং তজুমদ্দিন উপজেলায় ৩৩ জনের জেল ও ৩৪ জনের জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানে ১ হাজার ৯০০ কেজি ইলিশ ও ৬ লাখ ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে, তাই এ বছর ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশাবাদী।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড