• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবা‌দি‌কের হস্ত‌ক্ষে‌পে ভাতার টাকা পেল বৃদ্ধ

  সারাদেশ ডেস্ক

০২ নভেম্বর ২০২০, ১৩:১৬
ভাতার টাকা তুলে দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

ইউপি মেম্বারকে টাকা দেবার পরে মিলেছে কেবল কার্ড, মেলেনি ভাতার কোন টাকা। দুই সাংবাদিকের জোর তৎপরতায় বৃদ্ধ আব্দুল কাদের (৬৫) ভাতার টাকা পে‌য়ে‌ছেন।

রবিবার (১ ন‌ভেম্বর) দুপুরে ওই বৃদ্ধকে ভাতার ১২ হাজার টাকা বুঝে দেওয়া হয়।

জানা গে‌ছে, ২০১৮ সালের ১ জুলাই গফুর মোল্লার ছেলে আব্দুল কাদের বয়স্ক ভাতার আবেদন করে ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাকের কাছে। ওই সময় উৎ‌কোচ বাবদ তিন হাজার টাকাও দি‌য়ে‌ছিল সে। তারপর কার্ড হ‌লেও টাকা মে‌লে‌নি।

আব্দুল কাদেরের আক্ষেপ করে বলেন, তিন হাজার টাকাও দিয়েছি কিন্তু অনেক ঘোরাঘুরির পরও টাকা পায়‌নি। অবশেষে টাকা পাওয়ার আশা ছে‌ড়েই দি‌য়ে‌ছিলাম।

এ ব্যাপা‌রে কু‌ষ্টিয়ার খোকসার দুই সাংবাদিক, দৈনিক অধিকারের খোকসা প্রতিনিধি ওবাইদুর রহমান আকাশ এবং কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার মমিন হোসেন ডালিম বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। অব‌শে‌ষে রবিবার দুপুরে খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সহায়তায় বৃদ্ধ আব্দুল কাদেরের বয়স্ক ভাতার ১২ হাজার টাকা বুঝে দেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড