• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মির্জাগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক

  মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী

০১ নভেম্বর ২০২০, ১৫:৫২
পটুয়াখালী
আটককৃত মো. মিজানুর রহমান মিরা (ছবি : দৈনিক অধিকার)

পটুয়াখালীর মির্জাগঞ্জে মুঠোফোনে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বটতলা গ্রাম্য বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের মো. আব্দুস সোবাহান মিরার ছেলে মো. মিজানুর রহমান মিরা (৩৫)।

পুলিশ জানায়, মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বিকাশ একাউন্ট ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের কাছ থেকে কৌশলে গোপন পিন, কোড নম্বর সংগ্রহ করে নিজেদের একাউন্টে অর্থ স্থানান্তরের মাধ্যমে প্রতারণা করে আসছিল মিজানুর। শনিবার বটতলা হাওলাদার বিকাশ এজেন্টের দোকানে গিয়ে নিজেকে বিকাশ অফিসের কর্মচারী পরিচয় দেয় এবং একটি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে তাকে বিকাশের কর্মচারী বলে দোকানদারের মোবাইল ও সিম দেওয়ার জন্য বলে। যদি না দেওয়া হয় তাহলে সিম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। দোকানদার সিম না দিয়ে তাকে বসতে বলে কৌশলে পুলিশকে খবর দেয়। পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি তার ফোন ও সিম কার্ড জব্দ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. শওকত আনোয়ার ইসলাম বলেন, প্রতারণার আইনে আটকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড