• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪

  সারাদেশ ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, ১৫:১৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪ (ছবি : সংগৃহীত)

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উত্তর খামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ, চিকিৎসক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে সম্রাট ট্রান্সলাইন (প্রা:) লিমিটেড ও বাবা-মার দোয়া পরিবহন বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একপর্যায়ে প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা সেখান থেকে চলে যান।

বিষয়টিতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চিকিৎসা শেষে তারা চলে গেছেন।

আরও পড়ুন : স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীও না ফেরার দেশে

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে কোনো গাড়ি বা হতাহত কেউকে পাওয়া যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতরা সবাই ইটভাটার শ্রমিক বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড