• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ৪

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

২০ অক্টোবর ২০২০, ০৯:১৯
পাবনা
ছবি : নিজস্ব (প্রতীকী)

পাবনার ঈশ্বরদীতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র হামলায় এক পরিবারের চারজন আহত হয়েছেন। এ সময় লুট করে নেওয়া হয়েছে নগদ তিন লাখ টাকা, স্বর্ণ অলংকার ও একটি মোবাইল ফোন।

সোমবার (১৯ অক্টোবর) পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দারা বলেন, ওই এলাকার এনএম ইসলাম সঙ্গে তাঁর ভাইদের বৌ শাহিনা আক্তারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে।

শাহিনা আক্তারের ছেলে আশিক আহম্মেদ হৃদয় জানান, তাঁদের এই জায়গা নিয়ে আদালতে স্থিতাবস্থা আছে। কিন্তু এনএম ইসলাম আদালতের নির্দেশ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ করতে যাই। এসময় এনএম ইসলাম নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দুইটি কক্ষ তছনছ করে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এ সময় তাঁরা বাধা দিতে গেলে সন্ত্রাসীর তাঁদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, তাঁর পরিবারের সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। হামলায় আহত তাঁর পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পারতপক্ষে হাসপাতালে যেতে দেওয়া হচ্ছে না।

হামলায় আহত অন্যরা হলেন তাঁর মা শাহিনা আক্তার (৬৬), তাঁর বোন নুসরাত জাহান সামান্তা (২৩) ও ফুপু মনোয়ারা জোয়াদ্দার (৫০)।

এ ব্যাপারে অভিযুক্ত এনএম ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সাথে অস্বস্তি ও বিব্রতকর আচরণ করেছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড