• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিবিহীন মাদরাসা, কারাগারে ৫ রোহিঙ্গা

  সারাদেশ ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ১১:৪৯
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে মাদরাসার নামে অনুমতিবিহীন স্থাপনা নির্মাণ করায় পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক বাংলাদেশিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের দণ্ড দেয়া হয়েছে।

শনিবার বিকেলে উখিয়ার শফিউল্লাহকাটা রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলো- শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি/১ ব্লকের আব্দুল কাশিমের ছেলে আব্দুর রহমান (৪৮), বি/২ ব্লকের মো. আমিনের ছেলে সামিম উল্লাহ (২৫), সি/২ ব্লকের আব্দুস সালামের ছেলে হাবিব উল্লাহ (২২), মোহাম্মদ কাউছারের ছেলে আব্দুর শুক্কুর (২৭) ও শফিউল্লাহ কাটা ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের এ/১ ব্লকের মো. হালিমের ছেলে মোহাম্মদ হাসান (৪৭)। তাদের সঙ্গে সংযুক্ত বাংলাদেশি নাগরিকের নাম নূরুল আমিন। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে সিআইসি কার্যালয়ের পেছনে বি/১ ব্লকে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কথিত মাদরাসার স্থাপনা নির্মাণের খবর আসে শনিবার বিকেলে। এপিবিএনের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ রোহিঙ্গা ও এক বাংলাদেশিকে আটক করে তাদের সিআইসি কার্যালয়ে নেয়। কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক বাংলাদেশি নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাঁচ রোহিঙ্গাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অর্থদণ্ড পাওয়া বাংলাদেশি নাগরিক জরিমানা পরিশোধ করায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড