• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালের বিএনপির ২৭ নেতাকর্মী কারাগারে

  বরিশাল প্রতিনিধি

১২ অক্টোবর ২০২০, ২১:৫৫
বরিশাল
গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীরা

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বোমা ফাটিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির ২৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল- ১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওই বিএনপি নেতারা দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। গৌরনদীর শরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মেজবাহ উদ্দিন আকন বাদী হয়ে ২০১৮ সালের ৩ নভেম্বর মামলাটি দায়ের করেছিলেন।

কারাগারে যাওয়া নেতাকর্মীদের উল্লেখযোগ্য হলেন- শরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. বিল্পব, প্রচার সম্পাদক মো. মজনু খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুজন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী আকন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড নেতা আনিচ হাওলাদার, মো. বাবুল হাওলাদার, মো. জামাল হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাকসুদ মৃধা, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের চাচাতো ভাই সদস্য পান্নু সরদার।

মামলায় আওয়ামীলীগ নেতা মো. মেজবাহ উদ্দিন আকন অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ২ নভেম্বর রাত ১১টায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হোসনাবাদ গ্রামের স্টিমারঘাট চৌকদার বাড়ির কাছে পৌছলে মোটরসাইকেলের লাইটের আলোতে দেখেন বিএনপি-জামাতের নেতাকর্মীরা রাস্তা কেটে বিচ্ছিন্ন করে ক্ষতি সাধন করছে। এ সময় আপ্রতিবাদ করলে বিএনপি জামাতের নেতাকর্মীরা তাদের ওপর ৭/৮টি বোমা হামলা ও গুলি করে আমাদের আহত করেছে। আওয়ামীলীগ নেতাকর্মীরা প্রাণ রক্ষায় পিছু হটে থানায় খবর দেন। পুলিশ পৌছলে বিএনপি জামাতের সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার অপর আসামিদের মধ্যে সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন মিলনসহ ৫ আসামি আগেই জামিনে রয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড