• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সীগঞ্জে ১২ বছরের শিশুকে বিয়ের দায়ে ৫০ বছরের বর হাজতে

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

১১ অক্টোবর ২০২০, ২২:১৭
মুন্সীগঞ্জ
দণ্ডপ্রাপ্ত দিদারুল হোসেন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশুকে বাল্যবিয়ের অপরাধে ৫০ বছর বয়স্ক বর দিদারুল ইসলাম দিদারকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কামারখাড়া গ্রামে অভিযান চালিয়ে বর দিদারকে আটক করা হয়। পরে রাতে অভিযুক্ত বরকে সাঁজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার।

দণ্ডপ্রাপ্ত দিদারুল হোসেন দিদার উপজেলার বেসনাল গ্রামের আ. কাদির বেপারীর ছেলে।

জানাযায়, মুদি দোকানদার দিদার হোসেন (৫০) প্রথম স্ত্রী রেখে পার্শ্ববর্তী পয়সাগাঁও গ্রামের ১২ বছরের ওই শিশুকে সরাহ কাবিনের মাধ্যমে বিয়ে করেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এটি দিদারুলে ২য় বিবাহ, ১ম স্ত্রীকে রেখেই ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করে সে। উপজেলার মিতারা গ্রামের ইয়াসিন হুজুর নিয়মনীতির তোয়াক্কা না করে গত বুধবার (৭অক্টোবর) রেজেষ্ট্রি ছাড়াই সরাহ কাবিনের মাধ্যমে এ বিয়ে পড়ান।

ভুক্তভোগী শিশুর মামা তাজুল ইসলাম মুঠোফোনে জানান, ‘আমার বোন ও বোনের স্বামী কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ধরনের। তাদেও দুইজনকে ফুসলিয়ে পার্শবর্তী গ্রামের দিদার হোসেন আমাদের কাউকে না জানিয়ে এ জঘন্য কাজটি করেছেন। আমরা এর বিচার চাই।’

অভিযুক্ত বর দিদার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আমি বিশ বছর আগে বিয়ে করি। কিন্তু এখনও আমি নিঃসন্তান। এক মাস, দুই মাস বা ছয় মাস পরে আমি আরেকটি বিয়ে করবো। আমার প্রথম স্ত্রী আমার টাকা পয়সা আত্মসাৎ করার জন্য আমার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার বলেন, ‘বাল্য বিয়ের খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করলে ভ্রামমাণ আদালত তাকে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১ বৎসর কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জড়িত কাজীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড