• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিবি ও মাদক পাচারকারীদের মধ্যে গোলা-গুলি, ইয়াবা জব্দ

  কক্সবাজার প্রতিনিধি

১১ অক্টোবর ২০২০, ১১:২০
উদ্ধারকৃত ইয়াবা (ছবি : সংগৃহীত)

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আটক করতে গিয়ে নাফ নদীতে বিজিবি ও রোহিঙ্গা মাদক পাচারকারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বরাবরের মতো এ ঘটনায় মাদক পাচারকারীদের আটক করতে না পারলেও ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ নৌকাটি জব্দ করেছে অভিযানিক দলটি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ টেকনাফ ন্যাচার পার্ক সংলগ্ন নাফ নদী থেকে এই মাদকের চালানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

২বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির জওয়ানরা একটি ইঞ্জিন চালিত বোট নিয়ে নাফ নদীতে অবস্থান নেয়। সন্ধ্যে সাড়ে ৭টার দিকে ইঞ্জিন চালিত দুটি নৌকা বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে জওয়ানরা অগ্রসর হলে অবৈধ অনুপ্রবেশকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে নৌকার আরোহীরা নদীতে লাফ দিয়ে তাদের সাথে থাকা অপর নৌকায় উঠে মিয়ানমার সীমানায় পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে তাদের ফেলা যাওয়া খালি নৌকাটি তল্লাশি করে ৩টি বস্তা ভর্তি ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড