• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ড্রেস রুল অমান্য করাই গৌরনদীতে তিন এসআই ক্লোজড

  বরিশাল প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২০, ১৪:২৮
বরিশাল
গৌরনদী মডেল থানা

ড্রেস রুল অমান্য করে ব্রিফিং প্যারেডে অংশ গ্রহণ করায় বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপ-পরিদর্শক (এসআই)কে ক্লোজড করা হয়েছে।

বুধবার রাতে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম গৌরনদী থানা পরিদর্শনকালে ৩ পুলিশ কর্মকর্তার অফিসিয়াল পোশাক না থাকায় তা দৃষ্টিগোচর হওয়ায় রাতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লোজড হওয়া ৩ কর্মকর্তা হচ্ছেন- গৌরনদী থানার এসআই সাধন কুমার মন্ডল, মো: শরিফুল ইসলাম এবং মো: মিনহাজুল ইসলাম।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম (বিপিএম-বার) বুধবার বিকেলের দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন। এ সময় থানার এসআই সাধন কুমার মন্ডল, মো: শরিফুল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম ড্রেস রুল অমান্য করে ব্রিফিং প্যারেডে অংশ গ্রহণ করলে বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টি গোচর হয়।

পোশাক ঠিক না থাকার কারণে ওই তিন এসআইকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার। এর প্রেক্ষিতে বুধবার রাতে থানা থেকে তাদেরকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড