• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই

  যশোর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫
ছিনতায়ের স্থান (ছবি : দৈনিক অধিকার)

যশোর শহরের জেসটাওয়ারের সামনে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে। এ সময় ছিনতাইকারী বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে যশোর কোতয়ালি মডেল থানার অদূরে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এনামুলের অবস্থা আশংকাজনক হওয়া ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছেন। আহত এনামুল যশোর শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য আগামনি মোটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল তার সহযোগী ইমনকে নিয়ে মোটরসাইকেল যোগে জেস টাওয়ারের সামনে ইউসিবিএল ব্যাংকের বুথের সামনে রাস্তার উপর পৌছায় দুপুর ২ টার দিকে। এ সময় তাদের কাছে থাকা ১৭ লাখ টাকার ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে ছিনতাইকারীরা। এক পর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের পেট ও দুই হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৭লাখ টাকা ছিনিয়ে নিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এনামুল হককে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তোহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার জানান, দুর্বৃত্ত্বদের আটকের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড