• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

  ভোলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০
ছবি : জেলার ম্যাপ

ভোলার দৌলতখানে করোনায় সংকটে থাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় দৌলতখান উপজেলার আমিরজান গজনবী স্টেডিয়ামে বন্যায় ও করোনায় অসহায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাজহারুল ইসলাম।

এরআগে করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নৌকা- ভ্যান- ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছেন নৌবাহিনী।

খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে, আট কেজি করে চাল, এবং ডাল রয়েছে। খাদ্য সহায়তা পেয়ে হাসি ফুটেছে কর্মহীন অসহায় পরিবারগুলোর।

ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাজহারুল ইসলাম জানান, করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর নিজস্ব অর্থায়নে ভোলায় করোনায় সংকটে থাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড