• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালতলীতে জমে উঠেছে ইলিশের বাজার

  তালতলী প্রতিনিধি, বরগুনা

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:২০
ইলিশ (ছবি : দৈনিক অধিকার)

বেশ কিছুদিন বাজারে দেখা যায়নি তেমন একটা ইলিশের আনা-গোনা কিন্তু হঠাৎ করেই বাজারগুলোতে জমে উঠেছে রূপালী ইলিশের বাজার।

ইলিশের ভরা মৌসুম হওয়ায় এমন অবস্থা বলে মনে করছেন সবাই। তাই বরগুনা জেলার তালতলী উপজেলার বাজার গুলোতে আগের চেয়ে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে ইলিশের দামও কমেছে আগের চেয়ে অনেক।

বিভিন্ন বাজারে ছোট-বড় ও মাঝারি সব ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতি কেজি বড় ইলিশের মূল্য ৯০০-১০০০ টাকা বিক্রি হচ্ছ। ছোট গুলোর দাম আরও কম। আকার অনুপাতে ৪০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি আকারের ইলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) তালতলী, ফকিরহাটসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিন বাজারে ইলিশের সরবরাহ ছিল অনেক বেশি।

বাজারে মাছ কিনতে আব্দুর রহমান জানান, বাজারে মাছ বেশি থাকায় দাম আগের চেয়ে কম। তিনি বলেন, মাছ আগে কেজি প্রতি ১৬০০-১৮০০টাকা ছিল আজ তা ১০০০ টাকার মধ্যে আছে।

তালতলী বাজারের মাছ ব্যবসায়ী মোহাম্মদ বশির জানান, আজ এক থেকে সোয়া কেজির মাছ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়। ৪০০-৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৫৫০ টাকা কেজিতে।

জেলে হানিফ, রাজিব, সোবাহানসহ বেশ কিছু মানুষ বলেন, এখন জেলেদের জালে বেশি ইলিশ ধরা পড়ছে। তাই ইলিশের বাজার আগের চেয়ে অনেক কম। এমন দাম আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড