• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেই চিকিৎসক কিংবা নার্স অতঃপর সীলগালা

  ফেনী প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬
সেবা নার্সিং হোম (ছবি : দৈনিক অধিকার)

নেই চিকিৎসক কিংবা নার্স। লাইসেন্সটিও মেয়াদউত্তীর্ণ। শুধু তাই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে অপারেশনটি থিয়েটারটিও। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। নারকোটিক লাইসেন্স না থাকা এমনকি করোনাকালীন স্বাস্থ্যবিধির বালাই নেই।

এভাবেই চলছে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সেবা নার্সিং হোম। বুধবার আকস্মিক অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পান জেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শন টিম।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, স্বাস্থ্য সেবার নামে নার্সিং হোমের এমন পরিস্থিতি দেখে বিস্মিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান ভ্রমমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা ও নার্সিং হোমটি সীলগালা করে দেয়ার সিদ্ধান্ত দেন।

চিকিৎসাধীন থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেধে দেন। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শরফুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

তিনি জানান, সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন দিগন্তের নির্দেশনায় ফেনী জেলার বেসরকারি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড