• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাগুরায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮
ছবি : প্রতীকী

মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম এলাহী মোল্যা (৪০)। তিনি উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের প্রয়াত হাশেম মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে বির্তকিত একটি গোলের কারণে দুপক্ষের সমর্থক মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে এলাহী মোল্যা গুরুতর আহত হন।

নিহত এলাহীর ছেলে আরব আলী ও বড়ভাই আবদুল হাই মোল্যা বলেন, খেলার মাঠে এলাহী মোল্যাকে মারপিট করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

তবে পুলিশ বলছে, এলাহী মৃত্যু নিয়ে দুধরণের বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি মারামারিতে অথবা স্ট্রোকে মারা গেছেন বলে শোনা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান জানান, মরদেহের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। তবে তিনি স্ট্রোক করে মারা গেছেন কিনা তাও বোঝা যায়নি।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড