• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাতীবান্ধায় দু’ইউপি উপ- নির্বাচন

নৌকার মাঝি শ্যামল, সাদাত : বিএনপি’র প্রার্থীও চূড়ান্ত

  লালমনিরহাট প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭
হাতীবান্ধা
সাদাত ও শ্যামল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দু’ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ইতোপূর্বে হাট-বাজার, চায়ের দোকান ও আড্ডায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম রোকনের মৃত্যুতে বাধ্যবাতকতা থাকায় শূন্য হওয়া পরিষদের উপ-নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে।

এতে মনোনয়ন জমার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, যাচাই ২৬ অক্টোবর, প্রত্যাহার ৩ সেপ্টেম্বর ও নির্বাচন হবে ২০ অক্টোবর। ওই দু’ ইউনিয়নের উপ-নির্বাচনের প্রার্থী আওয়ামীলীগ ঘোষণা করলেও বিএনপি’র প্রার্থীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তাদেরও প্রার্থী যাচাই চূড়ান্ত পর্যায়ে শুধু ঘোষণার অপেক্ষায়।

এদিকে ক্ষমতাসীন দল উপজেলা আওয়ামীলীগ এক বর্ধিত সভায় প্রার্থী হিসেবে গড্ডিমারী ইউনিয়ন মরহুম চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক শ্যামল ও পাটিকাপাড়া ইউনিয়নের মরহুম চেয়ারম্যান শফিউল আলম রোকনের ছেলে মজিবুল আলম সাদাতকে সমর্থন দিয়েছেন। তাদের হাতে তুলে দিলে নৌকা প্রতীক।

হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু বলেন, দু’ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে গড্ডিমারী ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক শ্যামল ও পাটিকাপাড়া ইউনিয়নে মজিবুল আলম সাদাতকে দলীয়ভাবে সমর্থন দেয়া হয়েছে। প্রার্থী সমর্থনের ক্ষেত্রে মরহুম চেয়ারম্যানের পরিবার, উন্নয়ন কাজের ধারাবাহিকতা, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপি’র সহ- যুগ্নসম্পাদক রফিকুল ইসলাম বলেন, পাটিকাপাড়া ইউনিয়নে একক প্রার্থী সফিয়ার রহমানকে দলীয় সমর্থন দেয়া হয়েছে। এছাড়া গড্ডিমারী ইউনিয়নে দু’জন প্রার্থীর নাম এসেছে। সমঝোতার মাধ্যমে হবে একক প্রার্থী। দু’ইউনিয়নের একক প্রার্থীর সমর্থন চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড