• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাগল চাপা দেয়ায় গণপিটুনিতে ট্রাকচালক নিহত

  সারাদেশ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১২
রাজশাহী
ফাইল ফটো

রাজশাহীর বাগমারায় দুটি ছাগলকে চাপা দেয়ায় আবু তালেব (৩৩) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ট্রাকচালক আবু তালেব পুঠিয়ার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় দুটি ছাগল চাপা দেন ট্রাকচালক আবু তালেব। পালিয়ে যাওয়ার সময় পুঠিয়ার বাসুপাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করে ছাগলের মালিকের লোকজন। হেলপার পালিয়ে বাঁচলেও চালককে ধরে সেখানেই গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ট্রাকচাপায় আহত ছাগল দুটি জবাই করেন মালিক গোলাম মোস্তফা। এরপর তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করে ট্রাকটি আটকানোর কথা বলেন। তার কথামত তাহেরপুরে ট্রাকটি আটকানোর চেষ্টা করেন গোলাম মোস্তফার লোকজন। কিন্তু সেখান থেকেও পালিয়ে আসে ট্রাকটি।

এরপর ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে লোকজন। শেষে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকে দেয় তারা। সেখানেই চালককে ধরে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা গেছেন ট্রাকচালক আবু তালেব।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ছাগলের মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ নিয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড