• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সারি

  রাজবাড়ী প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৩
দৌলতদিয়া
ট্রাকের দীর্ঘ সারি

নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন নাব্যতা সংকটের কারণে দুইটি ড্রেজার ড্রেজিং শুরু করেছে। এতে এই নৌরুটে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে প্রতিটি ফেরির।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। উভয় সংকটের কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া ঘাট যানজট মুক্ত রাখার জন্য ১৫ কিঃমিঃ দুরে গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক সহ মোট প্রায় ৪শতাধিক ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, নাব্যতা সংকটের কারণে ফেরিগুলোর অতিরিক্ত সময় লাগছে। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। কিছু দিনের মধ্যে এই নৌরুটের সমস্যা সমাধান হয়ে যাবে। এই নৌরুটে বর্তমানে ১১টি রোরো (বড়) এবং ৭টি ইউটিলিটি (ছোট) সহ মোট ১৮টি ফেরি চলাচল করছে। এই নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড