• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিবেদনের সময় বাড়ালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন

নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ তল্লার বায়তুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি করেছিল জেলা প্রশাসন। আজ ছিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ছিল। তবে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেয়ার ব্যাপারে আরো ৭ দিন সময় চেয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন গনমাধ্যমকে বলেন,জেলা প্রশাসনের তদন্ত কমিটি আরও সাত দিনের সময় চেয়েছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট বেশ কয়েকটি দপ্তর কাজ করছে। সেই সমস্ত দপ্তরগুলো থেকে তথ্য নিতে আরো কিছু সময় লাগবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা তদন্ত কমিটি সময় চেয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে তল্লার বাইতুস সালাত জামে মসজিদে মুসুল্লিরা এশার নামাজ আদায় করছিলেন। এরমধ্যে হঠাৎ করেই মসজিদের ভেতরে এসি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা জমে থাকা গ্যাস থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে অগ্নিদগ্ধ হন ৪২ জন। এদের মধ্যে ৩৭জনের অবস্থা ছিল আশংকাজনক। সর্বশেষ পাওয়া তথ্য মতে দগ্ধদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গার্মেন্টস কর্মী মামুন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিস্ফোরণে মৃত্যু বরণ করেন, চাঁদপুর সদরের করিম মিজির ছেলে মোস্তফা কামাল (৩৪), শরীয়তপুরের নড়িয়ায় কালিয়াপ্রাসাদ গ্রামের নুর উদ্দিনের ছেলে জুবায়ের (১৮), নারায়ণগঞ্জ ফতুল্লার আব্দুল খালেকের ছেলে বাহার উদ্দিন (৫৫), মুন্সীগঞ্জের লৌহজং হাটবুকদিয়া গ্রামের জইন উদ্দিন বেপারীর ছেলে কুদ্দুস বেপারী (৭০), পটুয়াখালীর গলাচিপা খালেক হাওলাদারের ছেলে মোহাম্মদ রাশেদ (৩০), খুলনার খানজাহান আলী থানার মীরের জঙ্গা গ্রামের কাদের হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদার (৫৩), শরীয়তপুরের নড়িয়ার আলাল শেখের ছেলে ইমরান (৩০), পটুয়াখালীর রাঙ্গাবালী কাউখালী গ্রামের বেলায়েত বারীর ছেলে জামাল আবেদিন (৪০), জুলহাস উদ্দিনের ছেলে জুয়েল (৭), মসজিদের মুয়াজ্জিন কুমিল্লা লাঙ্গলকোটের বদরপুর গ্রামের দেলোয়ার হোসেন (৪৮), ফতুল্লার নতুন খানপুর ব্যাংক কলোনীর আনোয়ার হোসেনের ছেলে কলেজ শিক্ষার্থী রিফাত (১৮), মুয়াজ্জিন দেলোয়ারের ছেলে জুনায়েদ (১৭), পটুয়াখালী সদরের দড়িতালুক গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস (৪৩), নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লার আনোয়ার হোসেনের ছেলে জয়নাল (৫০), নারায়ণগঞ্জের তল্লা এলাকার কফিল উদ্দিন শেখের ছেলে হুমায়ুন কবির (৭০), পটুয়াখালীর রাঙ্গাবালীর সেনের হাওলার সাজাহান পেদার ছেলে নিজাম (৪০), নারায়ণগঞ্জের ফতুল্লার মজিদের ছেলে নাদিম (৪৫), মসজিদের ইমাম কুমিল্লার মুরাদনগরের পুটিয়াজুড়ি গ্রামের আব্দুল মালেক (৬০), নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা মকবুলের ছেলে মোহাম্মদ, আলী মাস্টার (৫৫), পটুয়াখালী রাঙ্গাবালীর বাহেরচরের বাচ্চু ফরাজীর ছেলে জুলহাস উদ্দিন (৩০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে মাইনুউদ্দিন (১২), বরিশালের বাকেরগঞ্জের বারঘড়িয়া গ্রামের সোবাহান ফরাজীর ছেলে মনির ফরাজী (৩০), নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা আফজালের ছেলে হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), নারায়ণগঞ্জ ফতুল্লার সেকান্দর মিয়ার ছেলে মো.রাসেল (৩৪), লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশী গ্রামের মেহের আলীর ছেলে নয়ন (২৭), শরীয়তপুরের নড়িয়ায় কালিয়াপ্রাসাদ গ্রামের নুর উদ্দিনের ছেলে সাব্বির (২১), আবুল বাশার মোল্লা (৫১), মসজিদ কমিটির কোষাধ্যক্ষ চাঁদপুরের মতলব থানার সুজাপুর গ্রামের শামীম হাসান (৪৫), শেখ ফরিদ(২৩),নজরুল ইসলাম(৫০),হান্নান (৫০)। বাকি ৫ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড