• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজের ৮ দিন পর মিলল কলেজছাত্রের ভাসমান লাশ

  গোপালগঞ্জ প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১
লাশ উদ্ধার
নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধারর ঘটনায় স্বজনদের আহাজারি (ছবি : দৈনিক অধিকার)

নদীতে মাছ শিকারে গিয়ে গোপালগঞ্জে নিখোঁজ কলেজছাত্র হাবিল সিকদারের (১৯) লাশ ৮ দিন পর উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকাধীন মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে হাবিল সিকদারের ছোট ভাই রাসেল সিকদার ঘটনাস্থলে পৌঁছে লাশটি সনাক্ত করে।

এ ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : তীর্থ শেষে বাড়ি ফিরে ব্যবসায়ীর আত্মাহুতি

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝাঁকি জাল দিয়ে মধুপুর এলাকাধীন বাড়ির সামনের নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। ওই সময় হঠাৎ পানিতে পড়ে গেলে দীর্ঘক্ষণ পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দল এসেও তার লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড