• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিসিটিভি ফুটেজই সন্ধান দিল ৭ প্রতারকের, নগদ টাকা উদ্ধার

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:১২
গ্রেপ্তার
পুলিশি অভিযানে গ্রেপ্তাররা (ছবি : দৈনিক অধিকার)

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে কৌশলে নগদ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময় পৃথক ওই অভিযানে উদ্ধার করা হয় নগদ ২ লাখ টাকা।

অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কান্তি দাস দৈনিক অধিকারকে জানান, গত ২৫ আগস্ট ইসলামী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে জেলার দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় এক প্রতারক চক্র। পরে সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুন : গোপালগঞ্জ মেডিকেলের ভবন থেকে পড়ে নারী টেকনোলজিস্টের মৃত্যু

এরই ধারাবাহিকতায় প্রথমে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কৌশলে হাতিয়ে নেওয়া ২ লাখ টাকা।

অবশিষ্ট ৪ লাখ টাকা উদ্ধারে অভিযান চালছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড