• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিস্কুট খাওয়ায় শিশুকে রড দিয়ে নির্যাতন!

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪
নির্যাতন
বিস্কুট খাওয়ায় শিশুকে রড দিয়ে নির্যাতন! (ছবি : দৈনিক অধিকার)

বিস্কুট খাওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক শিশু শ্রমিককে লোহার রড দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার ওই শিশুর নাম জুনাইদ (১২)। তার গ্রামের বাড়ি কুমিল্লা শহরে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামিয়া বেকারির ওই শিশু শ্রমিক স্থানীয় কয়েকজনকে নির্যাতনের বিষয়টি জানালে নির্যাতনের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ওই বেকারিতে ছুটে যান।

শিশু জুনাইদ সাংবাদিকদের জানান, ‘বেশকিছু দিন ধরে আমি এই বেকারিতে কাজ করি। গত তিন দিন আগে আমি একটি বিস্কুট এবং একটি ডিম খেয়ে ফেলি। এই কারণে বেকারির মিস্ত্রি সাবু এবং মালিক বায়জিদ লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে।’

জুনাইদ আরও জানায়, ‘গত তিন মাসে ধরে আমার ওপর এই নির্যাতন চালিয়ে আসছে। প্রতিবাদ করলে আমাকে বেকারির চুলায় ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।’

বেকারিতে রান্না করার দায়িত্বে থাকা নাজমা বেগম দৈনিক অধিকারকে জানান, ‘প্রায় সময় জুনাইদসহ এখানে কর্মরত অন্য শিশু শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়। বিষয়টি আমি মালিক বায়েজিদকে বেশ কয়েকবার জানিয়েছি কিন্তু আমার কথা তিনি কোনো আমলে নেয়নি।’

এ দিকে, অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ বলেন, ‘ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। আমি পরে বিষয়টি শুনেছি।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের খবর পেয়ে আখাউড়া উপজেলার নির্বাহী (ইউএনও) অফিসার মোহাম্মদ নূর-ই আলম এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহাম্মেদ নিজামী মঙ্গলবার ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওই বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে বেকারিটি সিলগালা কার হয়। একই সঙ্গে বেকারির মালিক বায়েজিদসহ অন্যদের থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন : ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-ই আলম সাংবাদিকদের জানান, ‘ওই বেকারিতে শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড