• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি অনুমোদন ছাড়াই টিকা প্রদান, ৫ জনের কারাদণ্ড

  বরিশাল প্রতিনিধি

৩১ আগস্ট ২০২০, ১৮:১৬
কারাদণ্ড
সরকারি অনুমোদন ছাড়াই টিকা প্রদান, ৫ জনের কারাদণ্ড (ছবি : দৈনিক অধিকার)

সরকারি অনুমোদন ছাড়াই বরিশালে সাধারণ মানুষকে হেপাটাইটিস-বি এর টিকা দেওয়ায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) নগরীর টিটিসি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ওই টিকা বেশি দামে বিপদজনকভাবে প্রয়োগ করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান দৈনিক অধিকারকে জানান, স্থানীয় আল-আমিন ওরফে গোলাম রব্বানী ও তার চারজন সহযোগী টিটিসি লেন এলাকার একটি বাড়িতে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিওর ব্যানারে হেপাটাইটিস-বি টিকার ব্যবসা করে আসছিল। তাদের কারও মেডিকেল শিক্ষা ছিল না। হেপাটাইটিস কোর্স সম্পর্কেও ধারণা নেই তাদের। তারা শুধু ইনজেকশন পুষ করতে পারত। তাও আবার নিম্নমানের ইনজেকশন কিনে উচ্চমূল্যে বিক্রি করছিল। প্রায় ৬০০ মানুষকে হেপাটাইটিস-বি টিকা প্রয়োগ করেছে তারা।

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের সহায়তায় সোমবার ওই এনজিওতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চক্রের মূল হোতা আল-আমিন ওরফে গোলাম রব্বানীকে ৬ মাসের এবং তার অপর চার সহযোগী মো. ইমতিয়াজ, সাব্বির হোসেন, রিম্পা খানম ও শম্পা বেগমকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সবশেষ পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড