• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাছ ধরতে গিয়ে জীবন প্রদীপ নিভল যুবকের

  নওগাঁ প্রতিনিধি

৩১ আগস্ট ২০২০, ১৬:৪৫
থানা
ধামইরহাট থানা (ছবি : সংগৃহীত)

নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নওগাঁর ধামইরহাট উপজেলায় এ্যামণ পাহান (৩০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে একই দিন সকালে উপজেলার ঘুকসি ব্রিজের স্লুইস গেইটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ্যামণ পাহান উপজেলার হাটনগর এলাকার মৃত রবিয়া পাহানের ছেলে।

স্থানীয়রা জানান, ছেলে অনিক পাহানের সঙ্গে সকালে বাসা থেকে বের হয়ে পাশের ধামইরহাট ঘুকসি নদীতে মাছ ধরতে যান এ্যামণ পাহান। পরে ঘুকসি ব্রিজের পাশের স্লুইস গেট সংলগ্ন নদীতে মাঝ ধরতে নামেন তিনি। এ সময় তার ছেলে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে আর এ্যামণ পাহান পানিতে ডুব মেরে মাছ ধরার চেষ্টা করে। একপর্যায়ে সে ডুব দেওয়ার প্রায় আধা ঘণ্টা হলেও আর উপরে না আসায় তার ছেলে বিষয়টি টের পান।

পরবর্তীকালে পড়ে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আসা লোকজনদের কাছে সে বিষয়টি খুলে বলে। এরপর দীর্ঘ চেষ্টার পর ১টার দিকে জাল ফেলে এ্যামণ পাহানের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ১৮ দিনের শিশুকে হত্যা, লাশ মিলল পরদিন

ঘটনার সত্যতা স্বীকার করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড