• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

  জামালপুর প্রতিনিধি

৩০ আগস্ট ২০২০, ২০:৪৯
করোনা
ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার-হয়রানি বন্ধ ও বকশীগঞ্জ থানার এস আই শরীফ আহমেদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০আগস্ট) দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এন এম হাইস্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সরকার আবদুর রাজ্জাক, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, এম এ ছালাম মাহমুদ ও মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক মাসুদ উল হাসান, এ কে এম নুর আলম নয়ন, উৎপল মোহন্ত, মতিন রহমান, আলমাছ আলী, ইলিয়াছ আলী, শাহীনুল বারী মজনু মিয়া, মোহাম্মদ আসাদ মিয়া, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক রানাসহ সাংবাদিকরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। উল্লেখ্য, বিগত কয়েক মাসে বকশীগঞ্জ থানার এস আই শরীফ কর্তৃক মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বকশীগঞ্জের ৪ জন সাংবাদিক। তাদের মধ্যে ১ জনের বিরুদ্ধে ২ টি মিথ্যা মামলা ও ২ জনের বিরুদ্ধে ১ টি করে মামলা এবং অপর আরেক জনকে থানায় ধরে নিয়ে গিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এস আই শরীফের বিরুদ্ধে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড