• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওসি প্রদীপের পক্ষে লড়তে চট্টগ্রামের পাঁচ আইনজীবী কক্সবাজারে 

  সারাদেশ ডেস্ক

২৭ আগস্ট ২০২০, ২১:১৪
অধিকার

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে আইনি লড়াই করতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে গিয়েছেন বিএনপিপন্থী পাঁচ আইনজীবী ও দুই জন সহকারী।

চট্টগ্রাম থেকে যে আইনজীবীরা এসেছেন তারা হলেন- মেজবাহউদ্দিন, আহসানুল কবির হেনা, মহিউদ্দিন, ব্যারিস্টার সাঈদ মঈনুল আহসান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট আহসানুল হক হেনা ও ব্যারিস্টার সাঈদের নেতৃত্বে এই আইনজীবী দল কক্সবাজার এসে পৌঁছান।

জানা গেছে, আইনজীবীরা সাবেক ওসি প্রদীপের জামিন আবেদন ও নতুন করে রিমান্ড না দেয়ার জন্য আবেদন করবেন। অ্যাডভোকেট আহসানুল হক হেনার বাড়ি কক্সবাজারের চকরিয়া থানায়। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে পিপি ও সাকা চৌধুরী এর প্যানেল আইনজীবী ছিলেন। আর ব্যারিস্টার সাঈদ মঈনুল আহসান অ্যাডভোকেট আহসানুল হক হেনার ছেলে।

উক্ত টিমকে সহায়তা করবেন কক্সবাজারের স্থানীয় কয়েকজন আইনজীবী।

৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা। তিনি মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ির নীলিমা রিসোর্টে ফিরছিলেন। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আটক করে। পরে নীলিমা রিসোর্ট থেকে শিপ্রা দেবনাথকে আটক করা হয়। দুজনই এখন জামিনে মুক্ত।

ঘটনার সময় মো. আবদুল্লাহসহ এপিবিএনের তিন সদস্য শামলাপুর তল্লাশিচৌকির দায়িত্বে ছিলেন। সিনহা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্তকারী সূত্র জানায়, সিনহা হত্যা মামলার মোট ১৩ জন আসামি বর্তমানে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে রয়েছে। তারা হলেন, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দ দুলাল রক্ষিত, এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, এপিবিএন-এর তিন সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ এবং টেকনাফের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস। বৃহস্পতিবার চার দিনের রিমান্ডের সময় শেষ হয়েছে।

এর আগে তাদের প্রথম দফায় সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড