• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত

  বগুড়া প্রতিনিধি

২৭ আগস্ট ২০২০, ১৬:২২
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ২০৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬১ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বগুড়া সিভিল সার্জন অফিসের ডাক্তার ফারজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৫২ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, সারিয়াকান্দিতে ২, কাহালু ও শিবগঞ্জ একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শিশু ৩ জন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৩১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন এবং ৭০ বছরের উপরে একজন রয়েছেন।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় নিখোঁজের ১ দিন পর প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

সর্বমোট ২০৭টি নমুনার মধ্যে শজিমেকের ১৯১ নমুনা পরীক্ষার ফলাফলে ৫৬ জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জন পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৫২ জন। নতুন ৪৭ জনসহ এখন পর্যন্ত জেলাব্যাপী এই মরণব্যাধি থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯১ জন। এছাড়া নতুন একজনসহ করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫০ জনের। পাশাপাশি এখন পর্যন্ত আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯৫১ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড