• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

১৮ জুলাই ২০২০, ২১:০৬
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু (প্রতীকী ছবি)

পুকুরে গোসলে গিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইয়াসিন মিয়া (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে গফরগাঁও পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের শিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মিয়া ওই এলাকার সোহেল মিয়ার ছেলে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় একটি হাফেজি মাদরাসায় লেখাপড়া করে। দেশে চলমান করোনা পরিস্থিতিতে মাদরাসা বন্ধ থাকায় সম্প্রতি নিজ বাড়িতে চলে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিলাসী এলাকার সোহেল মিয়ার ছেলে শিশু ইয়াসিন মিয়া শনিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির অন্য শিশুদের সাথে নিয়ে পাশের পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় হঠাৎ করে সবার অজান্তে সে পানিতে তলিয়ে যায়। এ সময় ইয়াসিনকে না পেয়ে অন্য শিশুরা ডাক-চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে। এরপর দ্রুত শিশু ইয়াসিনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : তিন সপ্তাহে বন্যার পানিতে ডুবে ১৬ জনের প্রাণহানি

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও পৌরসভার প্যানেল মেয়র সাহজাহান সাজু দৈনিক অধিকারকে বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। ছেলেটি শ্রীপুরের মাওনায় হাফেজি মাদরাসায় পড়তো। কিন্তু করোনার জন্য মাদরাসা বন্ধ থাকায় বাড়ি চলে আসার পর পুকুরে গোসলে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড