• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উজান ঢলে ফরিদপুরে বেড়েছে পদ্মার পানি

  সারাদেশ ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১৭:১৯
উজান ঢলে ফরিদপুরে বেড়েছে পদ্মার পানি
উজান ঢলে ফরিদপুরে বেড়েছে পদ্মার পানি

উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফা লাফিয়ে বাড়ছে ফরিদপুরের পদ্মার পানি। গত ২৪ ঘন্টায় জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যা বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলায় চার উপজেলার ২০টি ইউনিয়নের শতাধিক গ্রাম। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক।

এদিকে গত বুধবার চরভদ্রাসন ও বোয়ালমারীতে সাপে কেটে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশু।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এবারের পানি বৃদ্ধির হার যে কোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, ‘আমার ইউনিয়নের ৭০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। কৃষকদের ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’

জেলার সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক জায়গায় সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘আমরা জেলার নিন্মাঞ্চলের আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার রয়েছে। দুর্গতরা সেখানে আশ্রয় নিতে পারেন।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড