• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে নতুন ৪১ জনের করোনা শনাক্ত

  রাজবাড়ী প্রতিনিধি

০৮ জুলাই ২০২০, ১১:১০
রাজবাড়ী
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজও নতুন করে ৪১ জনের দেহে করোনা ভাইরাস ধরা পরেছে। ৪ জুলাই তারিখে ১৪০ জনের নমুনা ঢাকায় পাঠিয়ে ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নতুন এ ৪১ জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে।

এ পর্যন্ত রাজবাড়ীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২৯ জনে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ জন সর্বশেষ তথ্য অনুযায়ী।

তবে সদর উপজেলায় করোনা আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩০০ জনে পৌঁছেছে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ১৬ জন সদর উপজেলায়, ১৩ জন, পাংশায়, কালুখালীতে ৭ জন, বালিয়াকান্দিতে ২ জন এবং গোয়ালন্দে ৩ জন। সদর হাসপাতালের কোভিড ইউনিট সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন ৪৬ জন। অন্যান্যরা বাড়িতে আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত রাজবাড়ী থেকে ঢাকায় করোনা পরীক্ষার জন্যে মোট নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৪ জনের। এদের মধ্যে ৪ হাজার ৮শত ৩৬ জনের পরীক্ষার ফলাফল রাজবাড়ীতে এসেছে। তবে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলাতেই আক্রান্ত সনাক্তের হার সবচেয়ে বেশি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড