• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি : নিহত ৬, আহত ৩

  বান্দরবান প্রতিনিধি

০৭ জুলাই ২০২০, ০৯:৫২
বান্দরবান
আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানে জনসংহতি সমিতি (জেএসএস) ও এমএন লারমা (সংস্কার) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে জেএসএস ও সংস্কারপন্থীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগমারা বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় জেএসএস সংস্কারপন্থীর জেলার নেতা রতনসহ ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আখতার বলেন, বাগমারায় গোলাগুলির ঘটনায় আপাতত ৬ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড