• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নন্দীগ্রামে করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

  নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া

০৩ জুলাই ২০২০, ১১:৩৬
বগুড়া
বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ গোলাম রব্বানী

বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ গোলাম রব্বানী মারা গেছেনে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। সে উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

শুক্রবার (৩ জুলাই) ভোর রাতে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের ভাতিজা সুমন আহম্মেদ তার মৃত্যুর খবর টি নিশ্চিত করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা সুমন আহম্মেদ জানান, কিছু দিন ধরে জ¦রসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। বিষয়টি জানার পর মঙ্গলবার (২৩ জুন) তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে তারা দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩জুলাই) ভোর রাতে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আমার চাচা মরহুম গোলাম রব্বানীর হার্টের করোনারি ধমনিতে রিং পরানো ছিল এছাড়াও তিনি ডাইবেটিসের রোগী ছিলেন।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রশিক্ষিত টিমের সহযোগিতার স্বাস্থ্যবিধি মেনে বাদ জুম্মা তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পারিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রধান শিক্ষক মোবারক আলী, সিদ্দিকুর রহমান, আলী আজম, রহমতুল্লাহ, সাইদুল ইসলাম ও আব্দুল হান্নান সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড