• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গার ২ ইউপি চেয়ারমানসহ এক মেম্বার সাময়িক বহিষ্কার

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

০২ জুলাই ২০২০, ১১:৩৬
চুয়াডাঙ্গা
বহিষ্কৃত ২ ইউপি চেয়ারমানসহ এক মেম্বার

চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ও হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাসাদহের এক ইউপি সদস্যকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কার করেছে। দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বাঁকা ও হাসাদহ ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বুধবার ( ১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয় দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুই জন ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়। বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে। হাসাদহ ইউনিয়ন পরিষদেও ৯নং সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে সাময়িক বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ১০ কার্য দিবসের মধ্যে এদের স্থায়ী বহিষ্কার করা হবে না কেন তা জানাতে হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড