• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে সাংবাদিক মারপিটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০২ জুলাই ২০২০, ১০:১৪
সিরাজগঞ্জ
গ্রেপ্তারকৃত আসামি

কোরবানির পশুর হাটের সংবাদ সংগ্রহে গিয়ে ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ও চ্যানেল আই’র ক্যামেরা পার্সন আশরাফুল ইসলামের উপর হামলা ও মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় বাবলু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টায় মারপিটের শিকার সাংবাদিক রিফাত রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। রাতেই ওমর ফারুক (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সাংবাদিকের উপর হামলা ও মারপিটের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে দু’ই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

প্রসঙ্গ, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে কোরবানির পশুর হাট নিয়ে প্রতিবেদন করতে গেলে হাট ইজারাদারের লোকজন দুই সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড