• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আনোয়ারায় ইউএনওসহ নতুন ১৫ জনের করোনা শনাক্ত

  সারাদেশ ডেস্ক

৩০ জুন ২০২০, ১২:২৬
চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদসহ আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৭ জুনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১৬ জনের মধ্যে ৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

এছাড়া গত ২৪ জুনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২৩ জনের মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়। সোমবার রাতে এ দুইদিনের রিপোর্ট একত্রে পাওয়া যায়।

নতুন করে আক্রান্তদের মধ্যে আনোয়ারার ইউএনও, কাফকোর তিন কর্মকর্তা ও একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। বাকিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

আনোয়ারা থানার এএসআই এমরান হোসেন জানান, আক্রান্তদের হোম কোয়ারেন্টিন ও আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন একজন ও সুস্থ হয়েছেন ৩৯ জন।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। হালকা জ্বর ছাড়া শারীরিক অবস্থা এখনও ভালো। সরকারি বাসভবনে আইসোলেশনে থাকার মাধ্যমে ঘরোয়া চিকিৎসা নিচ্ছি।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড