• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আক্রান্তে কুষ্টিয়ার রেকর্ড, নতুন আক্রান্ত ৪২

  নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২০, ২১:৪০
করোনা
করোনার জীবাণু

আক্রান্তের সংখ্যায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড করেছে কুষ্টিয়া। নতুন করে এ জেলাটিতে করোনা পজেটিভ হয়েছেন ৪২ জন।

শুক্রবার (২৬ জুন) কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্ট প্রকাশ করে জেলা সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন অফিস জানায়, পিসিআর ল্যাবে আজ মোট ২৮১ টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ১৭২, মেহেরপুরে ১৫, চুয়াডাঙ্গায় ২, নড়াইলে ৬৪ ও বাগেরহাটে ২।

কুষ্টিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ জন। সদর উপজেলায় ২৪ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ১০ জন, মিরপুর উপজেলায় ৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

নড়াইল জেলায় ১৭ জন, মেহেরপুর জেলায় ১ জন, চুয়াডাঙ্গা জেলায় ২ জন ও বাগেরহাট জেলার ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

এছাড়া নড়াইল জেলার ২ জন, চট্টগ্রাম জেলার ১ জন এবং কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার ২টি করে মোট ৬ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৪ জনের ঠিকানা উকিল পাড়া ২ জন, হসপিটাল কোয়ার্টার ১ জন, ঝাউতলা ১ জন, বেলঘরিয়া ১ জন, কেজিএইচ ১ জন, উত্তর কমলাপুর ১ জন, ৪৬, মসজিদ বাড়ি লেন, হালুয়াপাড়া ১ জন, আদর্শপাড়া ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, চৌড়হাস ফুলতলা ২ জন, উত্তর আমলাপাড়া ২ জন, কালিশংকরপুর ৩ জন, বি ৪১৯ নং হাউজিং ১ জন, পুলিশ লাইন ১ জন, হরিনারায়ণপুর ৪ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা গোবিন্দপুর ১ জন, পুটিয়া ১ জন, গরুরিয়া ১ জন ও মহেন্দ্রপুর ২ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানা ওয়ালটন প্লাজা ১ জন, কল্যাণপুর ২ জন, বালুডাঙ্গা ১ জন, সোনাইকুন্দী ১ জন, পাকুরিয়া ৩ জন ও মহেসকুণ্ডি ২ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা সোনালি ব্যাংক ১ জন, পোড়াদহ বারুইপাড়া ১ জন, উত্তর কাটাদহ ১ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড