• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

  সারাদেশ ডেস্ক

২৪ জুন ২০২০, ১৯:৪৭
নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিকসামগ্রী এবং কৃষি কাজের জন্য পাওয়ার টিলার, দুস্থদের বাড়ি নির্মাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহম্মেদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, ইসবপুর আদিবাসী বহুমুখী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রমানাথ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ও সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার উপস্থিত ছিলেন।

পরে ১৫৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কৃষি কাজের জন্য পাওয়ার টিলার ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড