• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী বিভাগে করোনা শনাক্তের রেকর্ড

  সারাদেশ ডেস্ক

৩১ মে ২০২০, ১৬:৪২
রাজশাহী বিভাগে করোনা শনাক্তের রেকর্ড
রাজশাহী বিভাগে করোনা শনাক্তের রেকর্ড

রাজশাহী বিভাগে একদিনে রেকর্ড ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৩০ মে) বিভাগের আট জেলায় তারা শনাক্ত হন। এক দিনে এ বিভাগে এত বেশি সংখ্যক মানুষের করোনা শনাক্ত এর আগে হয়নি।

রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগের আট জেলায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন। শুক্রবার পর্যন্ত শনাক্তের সংখ্যা ছিলো ৮০৬ জন। এ বিভাগে নতুন আরেকজন করোনায় মারা গেছেন। তার বাড়ি নওগাঁ। বিভাগে এখন মৃত্যুর সংখ্যা ৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালে আছেন আটজন। মারা গেছেন দুইজন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ জেলায় আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। বিভাগে সর্বোচ্চ ৩২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এখানে হাসপাতালে ভর্তি আছেন ৫৮ জন। আর সুস্থ হয়েছেন ৩১ জন। এ জেলায় একজন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি।

নওগাঁয় শনাক্ত হয়েছেন ১৩২ জন। এদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন। সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে এ জেলায়। নওগাঁয় হাসপাতালে ভর্তি আছেন ছয়জন। নাটোরে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। শনিবার নতুন করে কেউ শনাক্ত হননি।

বিভাগের সিরাজগঞ্জে করোনায় প্রাণ গেছে একজনের।জেলায় মোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন, একজন হাসপাতালে। একজন মারা গেছেন। পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৩৫। এখানে কেউ মারা যাননি। তবে একজন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন সাতজন। শনিবার নতুন করে এ জেলায় সংক্রমণ শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৭ হাজার ৬৭৯ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩১ হাজার ৫৯৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬০ জনকে। এদের ৫০০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করেছেন। চিকিৎসার জন্য ৪৭৬ জনকে আইসোলেশনে নেয়া হলেও ছাড়পত্র পেয়েছেন ৩০৮ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড