• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

  বরিশাল প্রতিনিধি

৩১ মে ২০২০, ০৯:৫৩
বরিশাল
শেবাচিম করোনা ইউনিট

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ও মেহেন্দিগঞ্জে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর এক রোগীর মৃত্যু ঘটে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী (৬০) শনিবার সকাল ১০টার দিকে হাসপাতালে এলে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির সময় তার শারীরিক অবস্থা খারাপ ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে তার ফেসবুকে তথ্য দিয়ে জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের চাচা মাদ্রাসা শিক্ষক মো. আকতার সিকদার বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। বাড়িতে বসেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পরার পর মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তার লাশ দাফন করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড