• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার উপসর্গে গৃহবধুর মৃত্যু

  নাটোর প্রতিনিধি

৩০ মে ২০২০, ১৯:২৪
করোনা
ছবি : সংগৃহীত

নাটোরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রুমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) ভোরে তার মৃত্যু হয়। তিনি বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে রুমা বেগমকে হাসপাতালে আনা হয়। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। জরুরি বিভাগের চিকিৎসক এ অবস্থা দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রোগীর স্বজনরা রাজশাহী নিয়ে যেতে অপরাগতা প্রকাশ করেন। এ অবস্থায় রুমা বেগমকে নাটোর সদর হাসপাতালের করোনা আইসলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও পড়ুন : সুনামগঞ্জে আরও ১৭ জন করোনায় আক্রান্ত

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মঞ্জুর রহমান বলেন, রুমা বেগমকে অক্সিজেন,নেবুলাইজারসহ অন্যান্য চিকিৎসা দেয়া অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। তার করোনা হয়েছিল কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড