• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনামুক্তি চেয়ে সিলেটে ইদ জামাতে মুসল্লিদের কান্না

  সারাদেশ ডেস্ক

২৫ মে ২০২০, ১২:৫১
ইদ জামাত
করোনামুক্তি চেয়ে সিলেটে ইদ জামাতে মুসল্লিদের কান্না (ছবি : সংগৃহীত)

সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিলেটে পবিত্র ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ ও কুদরত উল্লাহ জামে মসজিদে দুই দফায় এ অঞ্চলের বৃহৎ ইদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জেলার বিভিন্ন মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে মুষলধারে নামা বৃষ্টির কারণে ইদ জামাতের পূর্বনির্ধারিত সময়সূচীতে কিছুটা বিঘ্ন ঘটে।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার মসজিদ ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে দুটি ও সরকারি কালেক্টরেট মসজিদে চারটি ইদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।

এছাড়াও নগরের ২০০টি সহ পুরো জেলায় পাঁচ হাজারের বেশি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদেই শান্তিপূর্ণ ও সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ে মুসল্লিরা আন্তরিক ছিলেন।

নগরের অধিকাংশ জায়গায় পুলিশ ও র‌্যাব সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে মুসল্লিদের সহযোগিতা করেন।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার মসজিদে ইদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এরপর দ্বিতীয় ইদ জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৯টায়। জামাতের একটিতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন।

আরও পড়ুন : ফরিদপুরে ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর

এ দিকে, বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় চারটি জামাত অনুষ্ঠিত হয়। নগরের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় একটি আর সাড়ে ৯টায় আরেকটি। একটিতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জমান আাল মাদানি এবং অপরটিতে মসজিদের মুয়াজ্জিন।

প্রতিটি মসজিদ ইদের নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি ও অসুস্থদের সুস্থতা চেয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড